তপন কুমার সরকার,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আহবানে ২৫ ও ২৬ মার্চ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাধীনতার সুবর্নজয়ন্তি উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষে আলোচনা সভা হয়। এতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস হতে উপজেলা পরিষদ মাঠে সাত দিন ব্যাপী স্বাধীনতা মেলা সেইসাথে ২৫ মার্চ কালো রাত্রি পালন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস আনন্দঘন পরিবেশে জমকালো আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ, নাজিম উদ্দিন মন্ডল, মঞ্জুরুল আলম শেখ, খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, স¤্রাট হোসেন, নাজমুল হক নাদিম, আফজাল হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, এস আই চাঁদ আলী, সরকারের বিভিন্ন দফতরের অফিসারবৃন্দ, স্কুল ও কলেজ প্রধান, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ প্রমুখ উপস্থিত ছিলেন।