রাঙ্গামাটিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠন

0
3

আরিফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

গতকাল শুক্রবার বিকেল ৩ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সংগঠনের পূর্ব নির্ধারিত নির্বাহী কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে ভূয়া ও অপসাংবাদিকতার বিরুদ্ধে আপোষহীন ভূমিকা পালনের মধ্য দিয়েই বিএমএসএফকে এগিয়ে নেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেছেন, কোনো অপেশাদার অপশক্তির কাছে সাংবাদিকরা মাথা নত করবে না। যে কোনো মূল্যে পেশাদার সাংবাদিকদের সমন্বয়েই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে ঢেলে সাজানোর কাজ অব্যাহত রাখার উপরও গুরুত্বারোপ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র সহসভাপতি ও পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য সাঈদুর রহমান রিমন,
সিনিয়র সভাপতি মোঃ আকরাম হোসেন,
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোহাগ আরেফীন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, সাংগঠনিক সম্পাদক এম এ আকরাম, সর্ব্বোচ পরিচালনা পর্ষদ সদস্য ও ফেনী জেলা কমিটির আহবায়ক জসিম মাহমুদ, অর্থ সম্পাদক শারমীন সুলতানা মিতু, সর্ব্বোচ পর্ষদ সদস্য আবুল কালাম আজাদ, উপ প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, সহ আইটি সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সদস্য খালেকুজ্জামান পান্নু, সর্বোচ্চ পরিচালনা পর্ষদ সদস্য বদরুল আলম, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, আরিফুল ইসলাম সহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সম্পাদক এম এ আকরাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ আরো বলেন, কোন অপশক্তি,ও অপেশাদার বিএমএসএফকে ধংস করতে পারবেনা। পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে অভিন্ন থাকবে সংগঠনটি। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বিএমএসএফ পেশাদার সাংবাদিকদের নিয়ে এগিয়ে যাবে।

সভায় সংবিধান সম্মতভাবে পরিচ্ছন্ন আঙ্গিকে চট্রগ্রাম, রাঙামাটি ও গাইবান্ধা জেলায় আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
কমিটিগুলো হচ্ছেঃ-

চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটি।

আহবায়ক-মোস্তফা জাহেদ
যুগ্ম আহবায়ক-মোঃ জুনায়েদ হাসান
সদস্য সচিব –শেখ মুন্না

রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটি।

আহবায়কঃ-মো আরিফুল ইসলাম
যুগ্ম আহবায়ক-শন্তিময় চাকমা
সদস্য সচিব –মেহেদী ইমাম

গাইবান্ধা জেলার আহ্বায়ক কমিটি

আহ্বায়ক-আমিনুল ইসলাম সরদার
যুগ্ম আহ্বায়ক-মোঃ মাহমুদ হাসান,
সদস্য সচিব – মোঃ সাহিন সরকার

এছাড়াও পদত্যাগজনিত কারণে শূণ্য হওয়া নির্বাহী কমিটির সদস্য পদসমূহে আব্দুর রাহিম, কামরুল হক চৌধুরী, মংসানু মারমা, মাহবুব আলম প্রিয়, সুমন সরদার,
মোহাম্মদ শাহাদাত হোসেন, মোঃ আবু তাহের ভূঁইয়া, আবদুল কাদের রাজু, রাসেদুল ইসলাম, নাসিরুদ্দিন লিটন,
মোঃ সেলিম, লায়ন মোঃ আলমগীর,কে কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে সংযুক্ত করা হয়।

জাতীয় নির্বাহী কমিটির সভা ও গঠনতন্ত্র পাঠের আসর আগামী ১৮ ফ্রেব্রুয়ারী পূণ:নির্ধারন করা হয়েছে। এ উপলক্ষে একটি উদযাপন কমিটিও গঠন করা হয়।