হাবিপ্রবিতে সাংবাদিক লাঞ্ছিত

0
1019

sangbadik1ভর্তি পরীক্ষার সময় পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে  লাঞ্চিত হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা । আজ ভর্তি পরীক্ষার শেষ দিনে  মাননীয় উপাচার্য মহোদয় পরীক্ষার হল পরিদর্শনে গেলে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হাবিপ্রবির সাংবাদিকরাও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন । এ সময় উপাচার্য মহোদয় সাংবাদিকদের দ্বিতীয় তলায় সাক্ষাতকারের জন্য  অপেক্ষা করতে বলেন  এবং ওয়াজেদ ভবনের  ৫ম তলায় পরিদর্শনে যান ।  সাংবাদিকরা স্যারের কথামতো সেখানেই অপেক্ষা করার এক পর্যায়ে দ্বিতীয় তলায় আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সফিকুল ইসলাম ।তিনি সাংবাদিকদের কাছে ওখানে থাকার কারণ শুনতে চান, সাংবাদিকরা তাকে সব খুলে বলার পরেও তিনি  প্রচুর উত্তেজিত হয়ে ওঠেন এবং সাংবাদিকদের সাথে চিৎকার করে কথা বলেন  । এরপর সাংবাদিকরা হল থেকে  বের হয়ে আসেন । পরবর্তিতে আবার ওয়াজেদ ভবনের সামনের গেট থেকে  একটি ছবি নিতে গেলে সিএসই   অনুষদের সহকারি অধ্যাপক মাসুদ আফজাল সাংবাদিকদের গায়ে হাত দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন  । এ ব্যাপারে তার বক্তব্য শুনতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি এবং পুরো  কথা না বলেই ফোন রেখে দেন  । সাংবাদিকদের পরীক্ষার হলে প্রবেশে নিষেধাজ্ঞা আছে এমন কোন নোটিশ ও তিনি  দেখাতে পারেন নি , এখানে বলে রাখা ভালো যে ভর্তি পরীক্ষার প্রথম দিন সাংবাদিকরা যথারীতি মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে হল পরিদর্শন করেছিল কিন্তু গতকাল  জালিয়াতির অভিযোগে ৫ জন আটকের    পর আজ এ ধরনের ব্যবহার করা   হলো   । এ ব্যাপারে সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক বলেন এ ধরনের আচরনের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই , আমরা নিজেরাও লজ্জিত । উল্লেখ্য এসবের মধ্যে মাছরাঙ্গা টিভি নিউজ করতে আসলে তারাও নিউজ না করেই চলে যান । বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলে কেন মাত্র  ২/৪ জন সাংবাদিককে ঢুকতে দেয়া হবেনা এর  সঠিক উত্তর কারো জানা নেই ।