লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষক ক্রীড়া উৎসব-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

0
3

প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: শুক্রবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় লালমনিরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মুজিব শতবর্ষ লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষক ক্রীড়া উৎসব-২০২১ এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সাবিহা সুলতানা, সহ-সভাপতি ফেরদৌসী বেগম বিউটি।

বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী ভূঁঞা প্রমুখ। এ সময় লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ আলী, লালমনিরহাট পিটিআই এর সুপারিনটেনডেন্ট হায়দার আলীসহ লালমনিরহাট জেলা ও উপজেলা প্রাথমিক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক আজিজুল হক মোল্লা বাবু, লুৎফর রহমান লিটন, মিজানুর রহমান মিজান।

ব্যাডমিন্টন খেলায় আদিতমারী উপজেলা চ্যাম্পিয়ান ও হাতীবান্ধা উপজেলা রানার্স আপ হয় এবং ফুটবল খেলায় লালমনিরহাট সদর উপজেলা চ্যাম্পিয়ান ও হাতীবান্ধা উপজেলা রানার্স আপ হয়।