আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি:
আগামীতে দলকে এগিয়ে নিতে কুড়িগ্রামে কর্মী সভা ও সদস্য ফরম বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর যুবদল কুড়িগ্রাম জেলা শাখা।
রবিবার রাত ৯টার দিকে পৌরসভা এলাকার হালমাঝি পাড়া মাঠে জেলা পৌর যুবদলের আয়োজনে এ কর্মী সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শিমুল’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি রায়হান কবির।
এসময় প্রধান অতিথি হিসেবে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব ও প্রধান বক্তা হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপু সহ পৌর যুবদলের সকল যুগ্ম আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদ হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা পৌরসভার ৪,৭ ও ৯ নং ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করার লক্ষে কর্মীদের হাতে পৌর যুবদলের সদস্য ফরম বিতরণ করেন। এবং দলকে সুসংগঠিত করে কর্মীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করেন সংগঠনের নেতাকর্মীরা।