শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:-
বহুল প্রচলিত ও পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সকালের দিকে পৌর এলাকার লোহাগাছ সাতরাস্তা মোড়ের মা ভিলা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লোহাগাছ পূর্বপাড়া মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান।
দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আলফাজ সরকার আকাশের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.সামছুল আলম প্রধান,বীর মুক্তিযোদ্ধা হাজী আফতাব উদ্দিন আহমেদ, শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বনিকবার্তা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মাহফুজুল হক হান্নান,সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এমএম ফারুক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ বেপারি, শ্রীপুর থানার ওসি অপারেশন সোহেল রানা, লোহাগাছ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির সরকার,লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, লোহাগাছ ওয়ার্ড যুবলীগের সভাপতি রতন সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান,রাফিন পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান,মদিনাতুল উলুম উপজেলা মার্কাজ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাহাদী হাসান, দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রেজাউল করিম সোহাগ, যমুনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন বাবু, শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই অসিম, দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাজিব প্রধান,দৈনিক আমার সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি শেখ ওমর ফারুক, দৈনিক ভোরের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিজবুল বাহার, সমাজসেবক জাহাঙ্গীর আলম, মহসিন সরকার, সিহাব সরকার প্রমূখ।
আলোচনা সভা শেষে দেশের উন্নয়ন ও সার্বিক অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন লোহাগাছ সরকার বাড়ি জামে মসজিদের ইমাম এবং মারকাজুল উলুম বালিকা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইন।
সবশেষে কেক কেটে ১৯ বর্ষে পদার্পণ উদযাপন করেন আগত অতিথিরা।