
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় এস.এস.সি-২০২৩ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৭ আগষ্ট রবিবার মান্দা উপজেলার বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ে উত্তরা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলামের ব্যক্তি উদ্যোগে ভালাইন ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এস.এস.সি-২০২৩ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ভালাইন ইউনিয়নে প্রথম এমন ব্যতিক্রমী আয়োজন নিয়ে উত্তরা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম বলেন, ০২ নং ভালাইন ইউনিয়ন এই প্রথম আমি এই আয়োজন করি। আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ সকলের প্রতি যারা আমাকে সহযোগিতা করেছে। আমি দোয়া চাই যেন ভবিষ্যতে আরো বড় আয়োজন করতে পারি। সকল ছাত্র ছাত্রী দের জন্য শুভকামনা রইল। একইসঙ্গে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানে সহযোগিতা করে দেওয়ার জন্য এবং এমন সুন্দর রেজাল্ট উপহার দিতে পরিশ্রম করে যাওয়া সকল শিক্ষকদের অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।