(মান্দা) নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার ২নং ভালাইন ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন পেলেন না প্রভাষক মোঃ রবিউল ইসলাম। এ প্রসঙ্গে এলাকাবাসী জানান তারা চরমভাবে হতাশ। তাদের মতে একমাত্র রবিউল ইসলাম ছিলেন যোগ্য প্রার্থী। এ ব্যাপারে প্রভাষক রবিউল ইসলাম জানান দলের প্রতি আনুগত্য রেখে দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এবং তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করে যেতে চান।এবং দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যেতে চান।
সম্পাদক : আব্দুল্লাহ আল মুজাহিদ, বার্তা সম্পাদক: খালিদ আহমেদ রাজা, ঢাকা অফিস: ৩৩/৩ সিদ্ধেশ্বরী লেন, খন্দকার গলি, রমনা, ঢাকা-১২১৭। শাখা অফিস: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নতুন বাজার, সদর, কুড়িগ্রাম। ফোন: 02587726061, 01719307844, 01517837935, ইমেইল: info@somoyerpata.com
Copyright © 2024 Somoyerpata. All rights reserved.