ব্যক্তি নয়, উন্নয়নের স্বার্থে ঘোড়া মার্কায় ভোট চাই : আমজাদ হোসেন বিএ

0
3

রাজীব প্রধান, গাজীপুর প্রতিনিধি :

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে, ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট জামিল হাসান দুর্জয় কে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ভোটার ও নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় রবিবার সকাল ৯ টা থেকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আমজাদ হোসেন (বিএ) এর নেতৃত্বে, নেতাকের্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষ ও ভোটারদের কাছে ভোট চাইছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন -সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (বিএ)। পৌর আওয়ামীলীগের সহসভাপতি শাহাদাত হোসেন সাজু, পৌরসভার ৯ নং ওয়াড যুবলীগ নেতা খলিলুর রহমান, মনির হোসেন, ও আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ স্থানীয় ভোটার ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পৌরসভার সফল চার বারের কাউন্সিলর ও পেনেল মেয়র, আমজাদ হোসেন বিএ বলেন,ব্যক্তি নয় আমরা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঘোড়া মার্কায় ভোট দিব।
এসময় তিনি আরও বলেন, প্রয়াত সাবেক এমপি ও মন্ত্রী এডভোকেট রহমত আলী সাহেবের সুযোগ্য সন্তান এবং গাজীপুর ৩ আসনের বর্তমান এমপি ও মন্ত্রী অধ্যাপিকা রোমান আলী টুসি আপার বড় ভাই অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় একজন শিক্ষিত, সৎ, মেধাবী ও ধার্মিক মানুষ।তাছাড়া তিনি দীর্ঘ ২৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইচ্ছে করলে তিনি ক্ষমতার অপব্যবহার করতে পারতেন যখন বাবা রহমতআলী সাহেব ক্ষমতায় ছিলেন। অনেক আগেই তিনি উপজেলা চেয়ারম্যান হতে পারতেন। কিন্তু তিনি তা করেননি । চেয়ারম্যানের চেয়ারে বসার লোভে তিনি নির্বাচনে আসিনি। তিনি নির্বাচনে এসেছেন শুধুমাত্র, তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। প্রয়াত রহমত আলী সাহেব চেয়েছিলেন এই শ্রীপুরের মানুষের শান্তি। রাজনৈতিক জীবনের সর্বোচ্চ সময় দিয়েছেন তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের পাশে থেকে। আজ বাবার অবর্তমানে তারই সুযোগ্য সন্তান এডভোকেট জামিল হাসান দূর্জয় সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচন করার। নির্বাচিত চেয়ারম্যান হয়ে তিনি জনগণের সেবা করবেন, সাধারণ মানুষের দুঃখ কষ্টে পাশে থেকে বাবার স্বপ্নকে পূর্ণ করবেন। তাছাড়া বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উন্নয়নের কাজ করে যাবেন তিনি। তাই আমি মনে করি এই নির্বাচনে ঘোড়া প্রতীকে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন ।উন্নয়নের স্বার্থে ২১ তারিখ সারাদিন ঘোড়া মার্কায় ভোট দিন।