বর্ণাঢ্য আয়োজনে আমজাদ হোসেন আইডিয়াল স্কুলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0
13

গাজীপুর প্রতিনিধি :

আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়।তারই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভা ৯ নং ওয়াড বহেরাচালা এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজে পালন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার সকাল ৯ টায় ১ উদযাপন উপলক্ষে আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে শিক্ষার্থী ও শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃক্ষের চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আমজাদ হোসেন (বিএ)সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের কাছে পরিবেশের গুরুত্ব, পরিবেশে দূষণের কারণসহ নানা দিক নিয়ে আলোচনা করেন অএ প্রতিষ্ঠান পরিচালক আমজাদ হোসেন বিএ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’এই প্রতিপাদ্যে জাতীয় বৃক্ষরোপণ অভিযান চলমান রাখতে আহব্বান জানিয়েছেন কোমলমতি শিক্ষার্থীদের। এসময় তিনি তার নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করেন।

পরিবেশ দিবসে, পরিবেশ সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের আরও সচেতন হয়ে বৃক্ষরোপনে আগ্রহী হওয়ার জন্য পরামর্শ দেন। এসময় তিনি ছাএ-ছাএীদের উদ্দেশ্যে বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যেমন আমাদের বেচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন,আর সেই অক্সিজেন আমরা পাই গাছপালা থেকে। আমরা যে নিঃশ্বাস ছাড়ি তা কার্বন ডাই অক্সাইড, যা গাছ আমাদের থেকে বা বায়ুমন্ডল থেকে তা শুশন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অতএব গাছ লাগান পরিবেশ বাচান। তাছাড়া এই পরিবেশ দিবসের মূল লক্ষ হলো, পরিবেশ দূষণের কারণ, দূষণরোধের উপায় খুঁজে বের করাসহ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা ।