ফেনী প্রতিনিধিঃ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের ওমান প্রবাসী অলি উল্লাহর স্ত্রী বিবি কুলসুম স্বর্ণাকে (৩০) দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে নেজাম উদ্দিন মালের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত কুলসুম তিন সন্তানের জননী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে অজ্ঞাতনামা মুখোশধারী দুর্বৃত্তরা সিঁধকেটে গৃহে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা কুলসুমকে চুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
পরে লোকজন বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ফেনী থেকে অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন নিহতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।