সময়ের পাতা,বগুড়া সংবাদদাতাঃ বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য
জেএমবি‘র এক শীর্ষস্থানীয় নেতা
নিহত হয়েছেন। আলামিন ওরফে
আমিনুল ইসলাম ওরফে রনি (২৩) নব্য
জেএমবির সামরিক শাখার
উত্তরাঞ্চলীয় কমাণ্ডার বলে জানা
গেছে। এসময় ঘটনাস্থল থেকে একটি
বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি
ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বগুড়ার শেরপুর
উপজেলার ভবানীপুর ইউনিয়নের
জামনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত
আলামিন রাজশাহীর গোদাগাড়ী
উপজেলার বুজরুক রাজারামপুর
গ্রামের দুরুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার
ভবানীপুর ইউনিয়নের জামনগর
এলাকায় একটি বাড়িতে বেশ
কয়েকজন নব্য জেএমবি সদস্য গোপন
বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে
পুলিশের সদস্যরা সেখানে অভিযান
চালায়। উপস্থিতি টের পেয়ে নব্য
জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে
গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা
গুলি চালালে নব্য জেএমবির সামরিক
শাখার উত্তরাঞ্চলীয় কমান্ডার
আলামিন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ
আলামিনকে বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতালে
(শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-
সার্কেল) সনাতন চক্রবর্তী বিষয়টি
নিশ্চিত করে জানান, লাশ বর্তমানে
শহীদ জিয়া মেডিকেল কলেজ
হাসপাতালে আছে। রিপোর্ট লেখা
পর্যন্ত নিহতের স্বজনরা কেউ লাশের
কাছে আসেনি।