ফিলিস্তিন বাসীর উপর ইসরাইলের হামলার প্রতিবাদে রাণীনগরে বিক্ষোভ মিছিল

0
4

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: মজলুম ফিলিস্তিন বাসীর উপর ইয়াহুদীবাদী ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতার আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে।পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কাজী মোজাফফর হোসেন, আলহাজ্ব মহসিন আলী খান, আলহাজ্ব আনোয়ার হোসেন, মুফতি আবু বক্কর সিদ্দিক, হাফেজ জলিল প্রমূখ। এ সময় বক্তরা ফিলিস্তিনির উপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনির উপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের জোর দাবি জানানো হয়।প্রতিবাদ সমাবেশ শেষে নির্যাতিত ফিলিস্তিন বাসীদের জন্য বিশেষ দোয়া করা হয়।#