মোঃ শাহীনুজ্জামান বিশেষ প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মামুন কাজী নিহত হয়েছে। এ ঘটনায় আরোও এক জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) যশোর-কালনা মহাসড়কের কচুবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোঃ মামুন কাজী (২৫) নড়াইল সদর উপজেলার দত্তপাড়া গ্রামের বখতিয়ার কাজীর ছেলে। এবং গুরুতর আহত যুবকের নাম শাকিল শেখ (২৪) সে একই গ্রামের সাহেব শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে যশোর কালনা মহাসড়কে মোটরসাইকেল যোগে নড়াইলের দিকে যাচ্ছিল দুই আরোহী মামুন ও শাকিল। নড়াইল থেকে আসা লেংগুনা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মামুন ও শাকিল পড়ে গিয়ে মারাত্মক যখম হয় পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুন কাজী কে মৃত ঘোষণা করেন এবং আহত শাকিল শেখ কে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল এ প্রেরণ করা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, ঘাতক লেংগুনা আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং গাড়ির চালক কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।