সোহেল আহমেদ ভূঁইয়া,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
আজ ২৬শে নভেম্বর ২০২৪ইং, রোজ – মঙ্গলবার গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের নবাগত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাঈনুদ্দিন স্যারকে ফুলেল শুভেচছা জানিয়েছে, গণবিদ্যা নিকেতন এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ। তারা বিদ্যালয়ে যেয়ে প্রধান শিক্ষককে শুভেচ্ছা দিয়ে, নানান বিষয়ে আলোচনা করলেন। পড়াশুনার ব্যাপারেও খোঁজ নিলেন।
এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী বছর যারাই জিপিএ ৫ পাবে, তাদেরকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হবে। এমনকি তাদের এই সংগঠন বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য শিক্ষকদের পাশে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক জনাব দেলোয়ার হোসেন, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবর রহমান মজিব, সহ-সভাপতি মোঃ আলিমুজ্জামান রুবেল, সহ-সাধারণ সম্পাদক(১) সোহেল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ নূর এ আযম নিশু, সাংগঠনিক সম্পাদক সুবীর সাহা, সদস্য, পাপন সাহা সহ আরো অনেকেই।