
মোঃখালেদ বিন ফিরোজ,নওগাঁ শহরে বানিজ্য মেলায় স্বপ্ন ছোয়া র্যাফেল ড্র’র নামে জুয়া বন্দের দাবীতে মানব বন্ধন করেছে এলাকা বাসী।আজ দুপুরে জেলার ব্রীজ মোড়ে পৌর আওয়ামীলীগ এ মানব বন্ধনের আয়োজন করে।এতে প্রায় ১ হাজার মানুষ অংশ নেয় ।
উল্লেখযোগ্য চলতি বছরের বন্যায় নওগাঁয় ব্যাপক হারে ক্ষতি হয়েছে। বন্যার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি নওগাঁবাসী। এরভেতর স্বপ্ন ছোঁয়া রাফেল ড্র (জুয়া) জেলায় প্রতিদিন এক কোটি টাকার বেশী মূল্যের টিকিট বিক্রি করছে বলেও জানা যায়।
গত ১ ডিসেম্বর ফেস্টুন উড়ানো সহ ব্যাপক ধুমধামের সাথে শহরের বরুন কান্দি নামক এলাকায় বানিজ্য মেলা শুরু হয় ।
মানব বন্ধনে বক্তারা বলেন মেলায় অশ্লীল নাচগান ও লটারীর নামে জুয়া খেলা শুরু করে আয়োজকরা । এছাড়া মেলার
সার্বিক কার্যক্রম স্থানীয় ভাবে মাইকিং ও
কেবল টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করায়
সাধারন মানুষ প্রলুদ্ধ হয়ে লটারী টিকিট কেটে
আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়ছে । এসব কার্যক্রম বন্দের আহবান জানানো হয় মানব বন্ধনে ।