‘চৌধুরী আফরোজা হক (চমন)’ এর উদ্যোগে বাজার হোসেন্দী জামে মসজিদে ইফতার ও দোয়া মাহ্ফিল

0
5

খায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া-মুন্সিগঞ্জ :

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১নং হোসেন্দী ইউনিয়নের বাজার হোসেন্দী জামে মসজিদে ইফতার ও দোয়া মাহ্ফিল। ১নং হোসেন্দী ইউনিয়নের মানবতার “মা” খেত, চৌধুরী আফরোজা হক (চমন)এর উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে উক্ত জামে মসজিদে ইমাম মহোদয়ের তত্ত্বাবধানে, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১৯/০৪/২০২২ খ্রিঃআজ মঙ্গলবার বাদ আসর নামাজের পর থেকে দোয়া মাহফিল মিলাদ কিয়াম,৬:২৪মিনিটে মোনাজাত ইফতার ও নামাজের মধ্য দিয়ে সমস্ত মুসলিম জাহানের রুহের মাগফিরাত কামনার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।

উক্ত ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য সুধীজন,মুসল্লিয়ানে কেরাম।