গাজীপুরে লকডাউনকে উপেক্ষা করে ২টি কারখানা চালু: মোবাইল কোর্টে জরিমানা আদায়

0
16

রাজীব প্রধান, গাজীপুর প্রতিনিধিঃ– করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গাজীপুরে লকডাউনকে উপেক্ষা করে ২টি কারখানা চালু: মোবাইল কোর্টে জরিমানা আদায়
গাজীপুরে লকডাউনকে উপেক্ষা করে ২টি কারখানা চালু: মোবাইল কোর্টে জরিমানা আদায়

তবে সরকারি নির্দেশনা অমান্য করে গাজীপুরের বিভিন্ন স্থানে কারখানা চালু রাখা হয়েছে।এসব সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাসহ ব্যবস্থা গ্রহণ করেছেন। শনিবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর ও টঙ্গীতে ২টি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

কাশিমপুর থানার সাবাবো এলাকায় নরবান কমটেক্স লিমিটেড নামে একটি পোষাক কারখানা চালু রাখার খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা ফারজানা কারখানায় গিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪(১)ধারায় অপরাধে মামলা করে একলক্ষ টাকা জরিমানা করেন।

এছাড়া, টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেডের প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু রাখায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এ অভিযান পরিচালনা করেন। এসময় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কারখানার শ্রমিকদের বের করে কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতিবলেন, সরকারী নির্দেশনা অমান্য করে কারখানাটি চালাচ্ছিলো মিল মালিকেরা।

এসব কারখানার শ্রমিকরা জানায়,কর্তৃপক্ষের নির্দেশে তারা লগডাউনের মাঝেও কর্মস্থলে আসতে বাধ্য হয়েছে।