
রাজীব প্রধান, গাজীপুর:
গাজীপুর জেলা ডিবি পুলিশ কর্তৃক এক কেজি পাঁচশত গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ১০ (দশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাজীপুর এর অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন এর দিক নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় কালিয়াকৈর থানাধীন তেলিরচালা টপষ্টার এলাকা হইতে ১.৫ (এক কেজি পাঁচশত) গ্রাম গাঁজা ও শ্রীপুর থানাধীন আবদার এলাকা হইতে ১০ (দশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ১৮,০০০/-টাকা। এসআই (নিঃ)/মোঃ কমল সরকার ও এসআই (নিঃ)/মোঃ মোস্তাফিজুর রহমান এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ)/মোঃ আলমগীর কবির, এসআই (নিঃ)/বিজন বৈদ্য, এসআই (নিঃ)/ মোঃ ওবাইদুর রহমান, এএসআই(নিঃ) ইলিয়াস আহমেদ ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারকৃতদের নিয়মিত মাদক আইনে মামলা রজু করে আদালতে প্রেরন করা হয়।