খায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া-মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিরল রোগ নিয়ে এক ছেলে শিশুর জন্ম হয়েছে। গেল পহেলা মে (শনিবার) হোসেন্দী ইউনিয়নে জামালদী বাস স্ট্যান্ড সংলগ্ন নাজমা রহমান জেনারেল হাসপাতালে রাত ৮টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে মাহিনুর আক্তার নামে এক গৃহবধূ ওই শিশুর জন্ম দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহিনুর আক্তার উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের দরিদ্র দিনমজুর আয়নাল হকের স্ত্রী।
নবজাতকের স্বজনরা জানান, আয়নাল হক ও মাহিনুর আক্তার দম্পতির এটি প্রথম সন্তান। জন্মের পর নবজাতক শারীরের এক তৃতীয়াংশ কালো কুঁচকানো লোমে আচ্ছন্ন। এ দেখে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। চিকিৎসকরা নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। যদিও দরিদ্র বাবার পক্ষে সেটা সম্ভব নয়। তাই নবজাতককে বাঁচিয়ে রাখতে সরকার ও দেশের হৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করেছেন তারা।
সম্পাদক : আব্দুল্লাহ আল মুজাহিদ, বার্তা সম্পাদক: খালিদ আহমেদ রাজা, ঢাকা অফিস: ৩৩/৩ সিদ্ধেশ্বরী লেন, খন্দকার গলি, রমনা, ঢাকা-১২১৭। শাখা অফিস: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নতুন বাজার, সদর, কুড়িগ্রাম। ফোন: 02587726061, 01719307844, 01517837935, ইমেইল: info@somoyerpata.com
Copyright © 2025 Somoyerpata. All rights reserved.