
রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া-খুলনা প্রতিনিধি:
খুলনা ডুমুরিয়ায়, চুকনগর কলেজ গণহত্যা অডিটরিয়ামে,
১২ই মে বৃহস্পতিবার সাকাল ১১টায়,২০মে “চুকনগর গণহত্যা দিবস” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
চুকনগর গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের আয়োজনে,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান ব্রাউন’র সঞ্চালনায়,গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি এবিএম শফিকুল ইসলামে’র সভাপতিত্বে,
বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামীলীগ,র সহ-সভাপতি শ্যামল সিংহ রায়,উদিচী যশোর জেলা সভাপতি মাবুবুর রহমান মজনু,৭১ঘাতক দালার নির্মুল কমিটির খুলনার সাধারণ সম্পাদক মহেন্দ্র সেন,যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড,মোল্যা আমীর হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মহিঊদ্দীন, অধ্যাক্ষ ড,আবু সাঈদুর রহমান,
কবি সাংবাদিক ইব্রাহীম রেজা,প্রধান শিক্ষক প্রভাত বৈদ্য,অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ,মাস্টার সিরাজুল ইসলাম,উপজেলা যুবলীগ আহব্য়াক গোবিন্দ ঘোষ,মাস্টার হাফিজুর রহমান সহ আরও অনেকে।