আখাউড়ায় মার্কেটের পিলার ভেঙ্গে শ্রমিকের মৃত্যু

0
5

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মার্কেটের পিলার ভেঙ্গে পড়ে আকাশ নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার উত্তর ইউয়িনের আমোদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের হরিলাল দাসের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুস সাত্তার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আমোদাবাদ গ্রামে নূও মার্কেটে অন্যান্য শ্রমিকদের সাথে আকাশ কাজ করছিলেন। তারা একটি পুরোনো পিলার ভাঙ্গার সময় সেটি হঠাৎ করে ওই শ্রমিকের উপরে পড়ে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই যে মারা যায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জর‌্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সেইসাথে মালিক পক্ষসহ সংশ্লিষ্টদের থানায় আসতে বলা হয়েছে।