চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৮, মৃত্যু একজনের

0
12

দেবাশিষ গোলদার,চট্রগ্রাম: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০৮জন। এসময়ে নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৮৭২টি। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৮, মৃত্যু একজনের

করোনায় এদিন একজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ৫০০ জন। সর্বমোট মৃত্যু ৩৮৪ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২০৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ১৭৪ জন এবং উপজেলায় ৩৪ জন।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।