ঘোড়ায় চরে মাদক, চাঁদাবাজ, ও ভূমিদস্যুতার বিরুদ্ধে লড়াই করতে হবে :জামিল হাসান দূর্জয়

0
7

রাজিব প্রধান, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে শ্রীপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে, সকল ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেন আলহাজ্ব অ্যাড, মো: জামিল হাসান দূর্জয়, চেয়ারম্যান পদপ্রার্থী শ্রীপুর উপজেলা পরিষদ। সোমবার বিকেল ৪ টায় উপজেলার মাওনা চৌরাস্তা বেগম আয়েশা অডিটোরিয়ামে মাওনা চৌরাস্তা বনিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম রতনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়া প্রতিকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট জামিল হাসান দূর্জয়। উক্ত অনুষ্ঠানের সার্ভিক আয়োজনে ছিলেন, মাওনা চৌরাস্তা বনিক সমিতি । এসময় উপস্থিত ছিলেন রিয়াজুল আহম্মেদ বাবু, জাহিদুল আলম রবিন, সাবেক জিএস, নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ব্যবসায়ীদের আয়োজিত অনুষ্ঠানে, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয় বলেছেন, যেখানে ১০ বছর আগে রাজনৈতিক সিদ্ধান্তে আমি নিজেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতাম,!তবে আজ কেন আমি এখানে আসলাম?? আমিতো ১৫ বছর আগেই চেয়ারম্যান হতে পারতাম! আমি তো ক্ষমতার মধ্যেই বড় হয়েছি। কারন আমার বাবা প্রয়াত ও রহমত আলী সাহেব ছয় বারের এমপি ও মন্ত্রী ছিলেন এই গাজীপুর ৩ আসনের। উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য যে গাড়িটা রয়েছে সেটা আমার প্রয়োজন নেই কারন এর থেকে উত্তম গাড়ি আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি গাড়ি চাইনা, ক্ষমতা চাই না, আমি চাই এই শ্রীপুরের মানুষের শান্তি। কোন চাঁদাবাজ সন্ত্রাসের স্থান হবে না এই শ্রীপুরে। কেউ যদি অন্যায় দুর্নীতি করে, সে যে কেউই হোক, যদি সে আমার নির্বাচনে কাজ করেও থাকে, তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না যদি সে অন্যায়কারী হয়। ” কে কোন দল করে সেটা দেখার বিষয় না, আমি যদি এই নির্বাচনে নির্বাচিত হই তাহলে আপনাদের পাশে থেকে প্রতিনিধিত্ব করে সেবা করে যাবো। ঘোড়ায় চড়ে এই শ্রীপুরের চাঁদাবাজ, ভূমিদস্যুতা,মাদক দূর করবো জনগনকে সাথে নিয়ে।