গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন

0
6

রাজীব প্রধান, গাজীপুরঃ-
গাজীপুরের বাসন থানাধীন গাজীপুর চৌরাস্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
অদ্য ২৪/০৫/২০২১ তারিখ ১০ঃ৩০-১১ঃ৩০ ঘটিকা পর্যন্ত গাজীপুর মহানগরীর বাসন থানাধীন গাজীপুর চৌরাস্তায় শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে গাজীপুরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা (৩০/৪০) মানববন্ধন কর্মসূচী পালন করেন।

এসময় নেতৃত্বে ছিলেন- ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র রকিবুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র মোঃ ইব্রাহিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র সোহেল আহমেদ প্রমূখ।
মানববন্ধনে ছাত্ররা বলেন- লকডাউনে যানবাহন, অফিস আদালত, মার্কেট খুলে দেওয়া হয়েছে, শুধু শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রেখে লকডাইন কার্যকর করা সম্ভব নয়। তাই অনতিবিলম্বে তারা শিক্ষা- প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবী জানান।