
মোঃ খায়রুল ইসলাম হৃদয় (গজারিয়) মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
গজারিয়ায় জোড়পূর্বক তিন ফসলী জমিতে বালু ভরাটে করে দখলের অভিযোগের তথ্য পেয়ে গজারিয়ার সিনিয়র সাংবাদিক আজ কালের খবর ও স্থানীয় দৈনিক রজত রেখার গজারিয়া প্রতিনিধি মোঃ মোয়াজ্জেম হোসেন জুয়েল দেওয়ান তথ্য সংগ্রহে গেলে তার উপর সন্ত্রাসী হামলা করে।
আজ রোজ সোমবার ২০/০৯/২০২১ইং
গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের ওমেদারকান্দি মৌজায় একাধিক ব্যক্তির পৈত্তিক ও ক্রয়কৃত তিন ফসলী জমি জোড়পূর্বক বালু ভরাটের মাধ্যমে দখলের অভিযোগ পাওয়া গেছে।
বর্তমানে একটি প্রভাবশালী মহল এই সম্পত্তি বালু ভরাটের মাধ্যমে দখলের চেষ্টা করছে। ভুক্তভোগীরা আজ এই সংকান্ত একটি অভিযোগ দাখিল করেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম মহোদয় এর কাছে।এ সময় তারা বিষয়টি স্থানীয় সাংবাদিকদের অবগত করেন।
বিষয় টি সম্পর্কে অবগত হবার পর,
গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রজত রেখায় গজারিয়া প্রতিনিধি মোঃ মোয়াজ্জেম হোসেন জুয়েল দেওয়ান আজ বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় ঘটনা স্থলে পৌছালে স্থানীয় সাংবাদ কর্মী দেখে জমির একাধিক মালিক তাদের অভিযোগ তুলে ধরেন।সে সময় সাংবাদিক জুয়েল দেওয়ান তাদের বক্তব্য এবং জমির ছবি তুলে নিয়ে আসিতে যায়।সে সময় বালু ভরাটের কাজে একটি প্রভাবশালী সন্ত্রাসী মহল কাজ করিতেছে সাধারণ অসহায় কৃষকের ৩ ফসলি জমি বালু ভরাট করে লোটেপোটে খাচ্ছে।
তাদের মূলহোতা বিএনপির কেডার সন্ত্রাসী সফিউল্লাহর সন্ত্রাসী ছেলে শাওনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন হঠাৎ করে সাংবাদিক মোঃ জুয়েল দেওয়ান এর উপর সন্ত্রাসী হামলা চালায়। এমতো অবস্থা সন্ত্রাসীরা সাংবাদিক মোঃ জুয়েল দেওয়ানকে এলোপাথাড়ি কিলগোসি, লাথি,মারিতে থাকে।সাংবাদিক জুয়েল দেওয়ান তাদের কাছ থেকে কোনো মতে দূর দিয়ে পানিতে পরে গেলে সেখানেও তাকে মারধোর করেন।
পরে স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে এবং আশেপাশে মানুষের সাহায্যে তাকে গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এসে ভর্তি করেন।
আগামী কাল গজারিয়া উপজেলা প্রেস ক্লাব ও গজারিয়ার অনান্য সাংবাদিক সংগঠন গুলো এমন ঘটনার তীব্র নিন্দা জানায়ে দুসীদের শাস্তির দাবিতে আন্দোলনের ডাকদিয়েছেন।