
শাহীনুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের আয়োজনে মাদক বিরোধী প্রাচারণা ও মাদক প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) এর সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাবেক শিক্ষক শেখ লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী। উপজেলা ইউডিএফ কর্মকর্তা মো. আসলাম খানের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি,পাচারের শিকার মানব উদ্ধার ও শিশুসুরক্ষা সংস্থার চেয়ারম্যান বিষিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল , স্বাগত বক্তব্য রাখেন
মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়েশর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিপ্রা রানী বিশ্বাস। এছাড়া বিদ্যালয় এসএমসি কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীরা, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।