
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে শ্লীতাহানির চেষ্টা করায় সুধীর চন্দ্র বিশ্বাস (৪২) নামের দুই সন্তানের জনককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের শংকর কুমার সরকারের মেয়ে বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী কুমারী মিষ্টি রানীকে বিভিন্ন সময় একই গ্রামের খোকারাম বিশ্বাসের ছেলে দুই সন্তানের জনক সুধীর চন্দ্র বিশ্বাস কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ প্রস্তাবে মিষ্টি রানী রাজী না হওয়ায় ৩১ জানুয়ারি রাতে সুধীর চন্দ্র বিশ্বাস ক্ষিপ্ত হয়ে মিষ্টির বাড়িতে ঢুকে তার শ্লীতাহানির চেষ্টা করে। পরের দিন এ ঘটনার বিচার চেয়ে মিষ্টি রানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদলতের কাছে সুধীর চন্দ্র বিশ্বাস তার অপরাধের কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে দন্ড বিধির ৫০৯ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।