
শুভ মন্ডল-নিজস্ব সংবাদ দাতা:
উত্তম কুমার ভক্ত বিডিইআরএম এর পুনঃ জাতীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে সম্বোর্ধনা জানিয়েছেন। সময় উপস্থিত ছিলেন বিডিইআরএম বরিশাল জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ললিত কুমার দাস,সহ-সভাপতি চিনা দাস,সাংগঠনিক সম্পাদক পল্টু দাস,সিএফএসডি কোষাধ্যক্ষ বিজয় ভক্ত,সদস্য তপন ভক্ত,রবিদাস কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বসন্ত রবিদাস,উমাদাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।আরো উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ এর এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত, প্রশাসনিক কর্মকর্তা বিদ্যুৎ দাস, সিমান্ত আচার্য্য প্রমুখ।