আজমিরীগঞ্জ সাব-রেজিস্ট্রারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

0
40

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা সাব-রেজিস্ট্রার বাবু রাজীব মজুমদারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে অফিস প্রাঙ্গণে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সভাপতি আলহাজ্ব তাজদিকুল ইসলামের সভাপতিত্বেও মোহরার জয়ন্ত কুমার দেব এর সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রাজীব মজুমদার আজমিরীগঞ্জ থেকে বদলি হয়ে বসুরহাট নোয়াখালীতে যোগদান করবেন। রাজীব মজুমদার বলেন, তোমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায় কে কখনোও প্রশ্রয় দিবে না।

তোমাদের কলমের শক্তি সব সময় সত্যকে আকঁড়ে ধরে রাখবে। এছাড়াও তিনি অফিসিয়াল নিয়ম-কানুনের প্রতি জোর দেন, কিভাবে সুন্দর ভাবে কাজ সম্পাদন করতে হয় এ বিষয়ে গঠনমূলক দিক-নির্দেশনা দিয়ে যান। এবং সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এতো সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য।

এতে আরও উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব,দলিল লিখক সেক্রেটারি দলিলুর রহমান,অফিস সহকারী আব্দুল হক, মোহরার রীমা রাণী দেব,টি সি মোহরার মিশু, নকল নবীশ ফাতেমা-তুজ-জোহরা ও লুৎফুর রহমান প্রমুখ।