এমন এক ভালোবাসা চাই
নাজহাত_জান্নাত_সীমা
শাবিপ্রবি ২য় বর্ষ
ব্যবসায় প্রশাসন বিভাগ
___________________
ভালোবাসা শুকনো পাতা নয় যে
মড়মড় করে ভেঙে যাবে
ভালোবাসা কোনো ঋতু পরিবর্তন নয়
শীত আসলে ঝরে যাবে আর
বসন্তে নতুন করে গজাবে।
ভালোবাসা মানুষকে স্বপ্ন দেখতে শিখায়
তাড়া করে বেড়ায় লক্ষ্যে পৌঁছাতে
ভালোবাসা দায়িত্ববোধ শিখায়
শিখায় সবাইকে আপন করে নিতে।
ভালোবাসা এক অবিস্মৃত অস্ত্র
যাহা পুত ও পবিত্র
যাহা দুরীভূত করে সকল হিংসা ও বিদ্বেষকে।
পৃথিবী থেকে দুরীভূত হোক সকল অযাচিত পাপ
ছড়িয়ে পড়ুক ভালোবাসা প্রতিটি প্রান্তরে।
আমি সেই অমোঘ ভালোবাসা চাই
যে ভালোবাসায় থাকেনা কোনো স্বার্থ
আত্মীয় -অনাত্মীয়ের সম্পর্ক থাকে অটুট
অনাহারে-অর্ধাহারে থাকতে হয়না কাউকে
মা-বাবার স্থান বৃদ্ধাশ্রমে নয়, থাকে বুকে।
আমি সেই ভালোবাসা চাই
যে ভালোবাসায় ভাইবোন বাঁধা থাকে একই সুত্রে
আমি সেই ভালোবাসা চাই
যে ভালোবাসায় হয়না কেউ লাঞ্চিত আর বঞ্চিত
মিলেমিশে থাকে সবাই সুখে ও দুখে।
আমি সেই ভালোবাসা চাই
যেখানে উঁচু- নিচুর নেই কোনো ভেদ
জাতি,ধর্ম, বর্ণ- মানুষ হিসেবে মোরা এক।