স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করার জন্য বিভিন্ন মসজিদে স্বাস্থ্য বিধান সামগ্রী বিতরণ

0
8

আরিফুল ইসলাম,রাঙ্গামাটি:

কোভিড-১৯ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অদ্য ৩০/০৪/২০২১ ইং তারিখ জুম্মা নামাজের পূর্বে নানিয়ারচর উপজেলার বিভিন্ন মসজিদে নানিয়ারচর থানা কর্তৃক স্বাস্থ্য বিধান সামগ্রী বিতরণ করা হয়। ইসলামপুর পূর্বপাড়া জামে মসজিদ, ডাক বাংলো জামে মসজিদ এবং নানিয়াচর থানা জামে মসজিদের ইমাম সভাপতি ও মসল্লিদের হাতে হ্যান্ডসেনিটাইজার, হাত ধৌত করার সাবান এবং মাস্ক সামগ্রী বিতরণ করা হয়। নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান সাহেবের নেতৃত্বে আরো উপস্তিত ছিলেন থানার লজিষ্টিক ও সূরক্ষা অফিসার এসআই(নিঃ) আব্দুল মান্নান, নায়েক/- নাজমুল, কনষ্টেবল/- হোসেন আলী ও মোঃ তৌহিদুল ইসলাম উক্ত স্বাস্থ্য বিধান সামগ্রী বিতরন করেন। এই সময় মসজিদে আগত মুসল্লিদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য যে জনাব সাব্বির রহমান অফিসার ইনচার্জ, নানিয়ারচর থানার দায়িত্ব গ্রহনের পর হইতে নানিয়ারচর বাসি একজন সৎ পুলিশ অফিসার চাইলে যে মানুষে কে অপরাধ বোধ থেকে ফিরিয়ে আনতে পারেন, অসহায় মানুষ কে সহায়তা করতে পারেন এবং অহেতুক কোন মানুষ যাতে কষ্ট না পায় তার উৎকৃষ্ট উদাহরণ তিনি। তিনি নানিয়ারচর থানা কে প্রাকৃতিক পরিবেশ দান করে নানা ধরণের ফুলের চাষ করে সুন্দর পরিবেশ সৃষ্টি করেন। মানুষ কোন কারণ ছাড়া থানায় যায় না বলে প্রবাদ আছে কিন্তু নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাহেবের সুন্দর ব্যাবহার এবং থানার পরিবেশগত কারণে মানুষ থানায় আসেন এবং কুশল বিনিময় করেন। নানিয়ারচর উপজেলা বাসি তার মঙ্গল কামনা করেন।