
সময়েরপাতাঃ প্রত্যেক বাবা-মা নিজের সন্তানকে তাদের সামর্থ অনুযায়ী সেরা জিনিসটাই উপহার হিসেবে দেন। আর তিনি যদি হন শাহরুখ খান তাহলে তো আর কথাই নেই। সেই সঙ্গে তার স্ত্রী গৌরী খানও রীতিমতো ইন্টিরিয়র ডিজাইনার।
তারা দুজনে মিলে এবার নিজেদের ছোট সন্তান আব্রাম খানকে উপহার দিলেন একটা ট্রি হাউস। যাকে বলা হয় গাছ বাড়ি। বলিউডের খ্যাতনামা প্রোডাকশন ডিজাইনার সাবু স্রিল এই বাড়িটির ডিজাইন করেছেন বলে জানা গেছে। যিনি আবার শাহরুখের মান্নতের ডিজাইনারও।