
মুহিউদ্দিন নুর,দিনাজপুর প্রতিনিধিঃ আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুঃ আবুল কাসেম হঠাত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবন পরিদর্শনে যান। তিনি সেখানে যেয়ে পুরো ভবন ঘুড়ে দেখেন। লাইব্রেরীর সার্বিক পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন ,তবে ওয়াশরুমের অবস্থা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। লাইব্রেরী ভবন পরিদর্শনের পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধ কর্নার ও ঘুরে দেখেন। এ সময় তিনি উপস্থিত

শিক্ষার্থীদের মতামত নেন , শিক্ষার্থীরা শনিবার লাইব্রেরী খোলা রাখার জন্য অনুরোধ জানান , তাদের কথা শুনে উপাচার্য সাথে সাথে লাইব্রেরীয়ানকে ডেকে শনিবার খোলা রাখার উদ্যোগ নেয়ার জন্য আহবান জানান।লাইব্রেরীয়ান জানান শিক্ষার্থীরা লিখিত আবেদন জানালে শিগ্রই এটা করা সম্ভব হবে । মাননীয় উপাচার্য বলেন কিছুদিনের মধ্যেই লাইব্রেরীতে এক কোটি টাকার বই আসতেছে , বাজেট টেন্ডার সবই ইতোমধ্যে হয়ে গেছে । এই বই আসলে বইয়ের সংকট অনেকখানি কেটে যাবে আশা করি।তিনি আরও বলেন ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা , কর্মচারি সকলের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আগামি ১৪ তারিখ কর্মকর্তাদের প্রশিক্ষন আছে । সাথে যোগ করেন এ এলাকার মানুষদের জন্য বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু করার আছে , তারা আমাদের কাছে অনেক আশা করেন । তাই খুব তারাতারি আমরা আশে পাশের এলাকার কৃষকদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করবো। তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেসব চিহ্নিত করতে হবে। বিশেষ করে এগ্রিকালচার, ফিশারিজ ও ভেটেরিনারি অনুষদ এ ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে । তিনি বলেন বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিছু করতে পারলে বিশ্ববিদ্যালয়ের প্রতি, এখানকার শিক্ষক , শিক্ষার্থী সবার প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা তৈরি হবে ।