বুদ্ধিজীবী দিবস

0
60

লেখক

রহিমা খাতুন

দরজার ওপাশে কে?
কে তোমরা ডাকো মোদের?
বাতাসে পাচ্ছি মুক্তির গন্ধ
রাখবোনা দরজা বন্ধ।
ডাকো কি স্বাধীনতা মোদের?
ক্ষত বিক্ষত প্রিয় মাতৃভূমি
যত্নে গড়বো সোনার দেশ
ডাকিছো কি শুনাতে?
বিজয়ের জয়ধ্বনি।
খুলিলাম দোর হয়নি ভোর
কারা তোমরা বাধিছু মোদের আখি
কোথা যাও নিয়ে, দেখাতে বিজয়?
দেখের ক্রান্তিলগ্নে মোরা বন্দী
দেশদ্রোহীদের সাথে শত্রুদের সন্ধি।
কে জানিতো বিজয়ের আগে
সোনার দেশ গঠনের স্বপ্ন নিয়ে
করবো মৃত্যু বরন
ঠক ঠক ঠক
তারা বলেছিলো “স্যার দরজাটা খুলুন”।
বারুদের গন্ধ সরিয়ে ফুটাতে চেয়েছিলাম ফুল
ওরা ভেবেছে রুখে দিবে স্বপ্ন
সোনার বাংলা হারাবে কুল
এগিয়ে যাও বীর জনতা
গড়ো সোনার বাংলাদেশ
ওরা জানেনা
বুদ্ধিজীবীর দেশপ্রেম হবেনা শেষ।