[caption id="attachment_4346" align="alignright" width="300"] vc sir 11[/caption]
নবনির্মিত বিদ্যুৎ স্টেশন দেখতে , এ সময় উপাচার্য বলেন আগের মেশিনটি ছিল ১০০ কেবি ক্ষমতাসম্পন্ন , আর এখন প্রায় সাড়ে সাত লাখ টাকা ব্যয় করে লাগানো হয়েছে ২৫০ কেবি ক্ষমতাসম্পন্ন দুটি অত্যাধুনিক মেশিন। তাই এই হলে বিদ্যুতের সমস্যা হওয়ার আর সম্ভাবনা নেই বলে আশা করি । তবে তিনি ছাত্রদের হিটার ব্যবহার না করার জন্য আহবান জানান , তিনি বলেন খুব শিঘ্রই এই হলে ডাইনিংয়ের ব্যবস্থা করা হবে । এরপর তিনি যান খেলার মাঠ পরিদর্শনে , সেখানে উপস্থিত খেলোয়াররা তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা উপাচার্যকে বলেন, তাদের কথা শুনে তিনি সাথে সাথে মাঠের জঙ্গল ও আগাছা পরিস্কার করার নির্দেশ দেন এবং দুপুরের পর তা পরিস্কার করার কাজ শুরু হয় । তিনি বলেন অনেক আগে আমি ঘাস কাটার মেশিনের ফাইলে সাইন করেছি , সেটি এখনো কেন আসেনি তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে কারণ জানতে চান। সবশেষে তিনি যান বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় গেটের মাঝের ময়লার স্তূপ সরানোর কাজ পরিদর্শন করতে । তিনি বলেন এটি সুন্দর করে পরিস্কার করার পর লেকের মতো করে তৈরি করা হবে পাশাপাশি এখানে লাইটিং ও বসার জায়গার ও ব্যবস্থা করা হবে । তিনি আরও বলেন আমি শুধু পরিদর্শন করে এবং সুন্দর সুন্দর কথা বলে চুপ থাকবোনা
[caption id="attachment_4347" align="alignright" width="300"]
vc sir 9[/caption]
। যে নির্দেশনা গুলো আমি দেই তা বাস্তবায়ন হলো কিনা সেটাও নিয়মিত তদারকি করবো। তিনি যোগ করেন ইতোমধ্যে নিম্নমানের
ইট ফিরিয়ে দিয়ে নতুন ইট আনা হয়েছে , ময়লা পরিস্কার কাজ শুরু হয়েছে , আস্তে আস্তে সময় দিলে সব করবো , এ জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো রাখা সবার দায়িত্ব , আমাকে কাজ করতে দিতে হবে । উপাচার্য বলেন ময়লা সরানোর পর কাল বিকেলে আমি এখানকার সকল ব্যবসায়ী ও দোকানিদের নিয়ে আমি বসবো , তাদেরকে অনুরোধ করবো যেন এখানে আর ময়লা ফেলা না হয়, পাশাপাশি সাইনবোর্ড ও দেয়া হবে ।
সম্পাদক : আব্দুল্লাহ আল মুজাহিদ, বার্তা সম্পাদক: খালিদ আহমেদ রাজা, ঢাকা অফিস: ৩৩/৩ সিদ্ধেশ্বরী লেন, খন্দকার গলি, রমনা, ঢাকা-১২১৭। শাখা অফিস: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নতুন বাজার, সদর, কুড়িগ্রাম। ফোন: 02587726061, 01719307844, 01517837935, ইমেইল: info@somoyerpata.com
Copyright © 2025 Somoyerpata. All rights reserved.