
মুহিউদ্দিন নুর, দিনাজপুর প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীন এগ্রিকালচার এন্ড এগ্রিবিজনেস বিভাগের শিক্ষার্থীরা তাদের ডিগ্রী পরিবর্তন করে এগ্রিকালচার ডিগ্রীর দাবিতে আন্দোলনে নেমেছে। এর আগে তারা তাদের দাবি নিয়ে উপাচার্য বরবর স্মারকলিপি দিয়েছিল আজ একই দাবিতে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করে এবং আজ থেকে সমস্যার সমাধান না হওয়া পযন্ত সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় । এরপর তারা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য

প্রফেসর ড মুঃ আবুল কাসেমের সাথে কথা বলেন , উপাচার্য মহোদয় তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠনের কথা জানান । আন্দোলনরত শিক্ষার্থীরা জানান ২০১৩ সালে এই বিষয় খোলার মধ্যে দিয়ে অনিশ্চয়তার শুরু , এখন আমাদের বিভাগে আমরা ৫০০ জন শিক্ষার্থী আছি । আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।আমাদের পাশাপাশি শেকৃবিতে শুধু এই বিষয়টি এতোদিন ছিল , কিন্তু তারা তাদের ডিগ্রী পরিবর্তন করে ফেলেছে এখন এই বিষয় হাবিপ্রবি ছাড়া আর কোথাও পড়ানো হয়না । তারা বলেন সরকারী চাকরিতে আমাদের কোন স্কোপ নেই পাশাপাশি কোন বেসরকারি চাকরিতেও কোথাও এগ্রিবিজনেস ডিগ্রী চাওয়া হয়না বা এগ্রিচালচার ডিগ্রীর সমমান হিসেবেও এগ্রিবিজনেস ডিগ্রী চাওয়া হয়না যদিও আমরা এগ্রিকালচারই সব বিষয়(শুধুমাত্র কিছু ক্রেডিট কম) পড়াশুনা করি । তাই আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে , আমাদের এই আন্দোলন প্রশাসন বা কারো বিরুদ্ধে না, আমরা এই অনিশ্চয়তার মধ্যে থাকতে চাইনা । তারা আরও বলেন এ ব্যাপারে মাননীয় ভিসি স্যার অনেক আন্তরিক , আমরা তার উপর ভরসা রাখতে চাই । আশা করি তিনি আমাদের সমস্যার সমাধান করবেন, আমরা ক্লাসে ফিরতে চাই , সমস্যার সমাধান হলেই আমরা ক্লাসে ফিরব ।