শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

0
29

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪ জনের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের দড়ি খুজেখানি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, খোজেখানী গ্রামের মৃত আমসর আলীর ছেলে তাজউদ্দীন। তার ছেলে আজিজুল হক এবং একই গ্রামের মৃত হাশেমের ছেলে বুলবুল।

 

এ ঘটনায় আহত তাজউদ্দিনের ভাতিজা রুহুল আমিন বাদী হয়ে ৬ জনকে আসামি করে এবং চার থেকে পাঁচজন কে অজ্ঞাত আসামি করে, শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের জামাল উদ্দিন কাঞ্চন, তাহের আলী(৫৫) , তার ছেলে জহিরুল (২২)সাইম, হুমায়ুন, এবং জাকিরের স্ত্রী খাদিজা বেগম। অভিযোগ সূত্রে জানা যায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিল। দীর্ঘদিনের এই জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গত মঙ্গলবার ওই সীমানার পাশে চলাচলের রাস্তা কেটে কাঁঠালের চারা রোপন করাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। আসামিরা পূর্ব পরিকল্পনা মতে তাদের উপর লোহার রড শাবল ইত্যাদি লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে, তদন্তকারী পুলিশ পরিদর্শক এসআই এরশাদ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেন।