মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় পিতাকে ছুরিকাঘাত

0
60

 


এস এম মুনজিলঃ ভূরুঙ্গামারীতে মেয়ের বিয়ে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করায় পিতা ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন। আহতের ফুপাতো ভাই আবু বক্কর সিদ্দিক বলেন, উপজেলাটির আন্ধারীঝাড় ইউনিয়নের হার্তের কুঠি গ্রামের হযরত আলীর মেয়ের সাথে একই ইউনিয়নের রফিকুল ইসলামের বিয়ের আলোচনা চলছিল। রফিকুলের সাথে মেয়ের বিয়ে দিতে অস্বীকৃতি প্রকাশ করায় রফিকুল ক্ষিপ্ত হয় পড়ে। গতকাল রাতে হযরত আলী রায়গঞ্জ বাজার থেকে বাড়ী ফেরার পথে ক্ষিপ্ত রফিকুল তার উপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। আহতের আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রফিকুল ইসলাম আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের হাসমত আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।