সময়ের পাতা ডেস্ক :
সম্প্রতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৪৫১৫/২০২২ এর আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্দেশিত হয়ে (স্মারক নং ৩৭.০১.০০০০১৩২.৯৯.০০২.২১.৪৮১, তারিখ ০৩ জুলাই ২০২২) বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ উদযাপন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। এর পরিবর্তে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব বিভাগের তত্ত্বাবধানে শিক্ষা সমাপনী দিবস’/ ‘Graduation Ceremony’ উদযাপন করা যাবে।
এই শিক্ষা সমাপনী দিবস উদযাপনে ও অন্যান্য যে কোন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ নিম্নলিখিত নিয়মাবলী আবশ্যিকভাবে পালন করতে হবে।
১। স্ব স্ব বিভাগের তত্ত্বাবধানে বিভাগের বর্তমান শিক্ষার্থীবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবে। এবং শিক্ষা সমাপনী দিবস উদযাপন সহ অন্যান্য যে কোন অনুষ্ঠানে আয়োজকের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকমণ্ডলীকে অনুষ্ঠানস্থলে সার্বক্ষণিক অবস্থান করে অনুষ্ঠানের কার্যক্রম তদারকি করতে হবে।
২। সকল প্রকারে রঙ খেলা/রঙ মাখামাখি / পানি ছিটিয়ে খেলা কঠোর ও সর্বাত্মকভাবে নিষিদ্ধ।
৩। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠান আয়োজনের জন্য ১ (এক) জোড়ার বেশি সাউন্ডবক্স বাইরে থেকে ভাড়া আনা যাবে না এবং তা নিচুস্বরে/অল্প আওয়াজে পরিচালনা করতে হবে যেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট না হয়। সকল প্রকারের ডিসকো নাইট/ফাংশন লাইট এর ব্যবহার কঠোর ও সর্বাত্মকভাবে নিষিদ্ধ।
৪। ডিজে পার্টি পরিচালনা করা, অনুষ্ঠানস্থলে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করা, ছাত্র-ছাত্রীদের উদ্দাম নাচানাচি করা, ফল মেশিনের সাহায্যে অনুষ্ঠানস্থলে ধোঁয়াটে পরিবেশ সৃষ্টি করা কঠোর ও সর্বাত্মকভাবে নিষিদ্ধ।
৫। সর্বক্ষেত্রে তামাকজাত দ্রব্য ও মাদকের ব্যবহার কঠোর ও সর্বাত্মকভাবে নিষিদ্ধ।
৬। পোশাক ব্যবহারের ক্ষেত্রে যে কোন উপায়ে সামাজিক ও ধর্মীয় শালীনতা বজায় রাখতে হবে এবং যে কোন ধরণের নগ্নতা, অশোভন আচরণ, অন্যকে দিয়ে জোরপূর্বক কিছু করানো, কনো বা হুমকি প্রদান, বুলিং (Bullying) কঠোর ও সর্বাত্মকভাবে নিষিদ্ধ।
৭। নিজস্ব ও দেশীয় সংস্কৃতির বিকাশ, বিস্তার ও প্রচলনকল্পে এবং বিদেশি ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধকল্পে শিক্ষা সমাপনী দিবস উদযাপন সহ অন্যান্য যে কোন অনুষ্ঠানে মাতৃভাষার (অথবা প্রযোজ্য ক্ষেত্রে স্বীকৃত কোন আন্তর্জাতিক ভাষা, যেমন ইংরেজি) ব্যবহার, দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ রূচিশীল অনুষ্ঠানমালা আয়োজন করতে হবে।
শিক্ষা সমাপনী দিবস উদযাপন সহ অন্যান্য যে কোন অনুষ্ঠান আয়োজনের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচী (আয়োজকদের পরিচিতি ও যোগাযোগের ঠিকানা সম্বলিত পূর্ণাঙ্গ তালিকা সহ) সংযুক্ত করে বিভাগীয় প্রধানের মাধ্যমে প্রক্টর এর অফিস বরাবর প্রেরণ করতে হবে। যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য যে কোন অনুষ্ঠান আয়োজনের কমপক্ষে ২ (দুই) সপ্তাহ আগে আবেদনপত্র জমা দিতে হবে।
উপরিউক্ত নিয়মাবলীর সামান্যতম ব্যত্যয় ঘটলে অনুষ্ঠান আয়োজনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মাবলী অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
– প্রক্টর
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ