পুলিশের গুলিতে হত্যার প্রতিবাদে শোক র‌্যালী ও সমাবেশ

0
7

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জে পুলিশের নির্বিচার গুলিতে যুবদল নেতা শাওন প্রধান’কে হত্যার প্রতিবাদে শোক র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে দাদা মোড়ের আমিন মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে কুড়িগ্রাম সদর থানা ও পৌর যুবদলের আয়োজনে এ শোক র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শিমুল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ সদর থানা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, পুলিশ দিয়ে গুলি করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। কেন্দ্রীয় বিএনপির যে কোনো নির্দেশনায় প্রস্তুত আছে কুড়িগ্রাম যুবদলের নেতাকর্মীরা।