
তপন কুমার সরকার , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই থানা অফসিার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ এর প্রচেষ্টায় হারিয়ে যাওয়া কমলমতি শিশু সবুজ মিয়া (৮) ফিরে গেলো তার বাবা-মার কাছে। নিখোঁজের পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পরিবার ।
সোমবার বিকালে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ শিশু সবুজ মিয়াকে তার বাবা শফিকুল ইসলামের হাতে তুলে দেন।
জানা যায়, রবিবার সন্ধ্যা রাতে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ছোট্ট শিশু সবুজ মিয়া কান্নাকাটি করতে থাকে। বিষয়টি এলাকার লোকজন আত্রাই থানা পুলিশকে খবরদনে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হারিয়ে যাওয়া শিশু সবুজ মিয়াকে থানায় নিয়ে এসে রাতের খাবার খাওয়ানোর পর তার নাম পরিচয় শুনে তার পরিবারের কাছে সংবাদ পাঠাই। সোমবার বিকালে তার বাবার হাতে কোমলমতি শিশু সবুজকে তুল দেই।