লড়াই করেই সাজঘরে সাকিব

0
28

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল  রানের নিচে চাপা পড়েও অটল ছিলেন। হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাকিব দুর্দান্ত ব্যাট করেছেন।সাকিব

নিজের ৪৭তম টেস্ট খেলতে নেমে তিনি খেলেছে লড়াকু এক অর্ধশতকময় ইনিংস। ৮২ রানের মাথায় সমাপ্তি ঘটে ঝলমলে সেই ইনিংসের।

টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক থেকে ১৮ রান দূরে থাকতে ব উদায় নেন তিনি। ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে প্রথম ইনিংসে সাকিব ১০৩ বলে তার ৮২ রানের ইনিংসটি সাজান। তার সেই ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি। এরপর অশ্বিনের বলে যাদবের তালুবন্দি হয়ে তাকে সাজঘরে ফিরে যেতে হয়।