
এস এম মুনজিলঃ
আগামীকাল সোমবার বাংলাদেশ
সময় ভোর ৪ টায়, নিউজিল্যান্ডর
হেগলি ওভালে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।আজ সংবাদ সম্মেলনে ম্যাশ জানিয়েছেন,সিরিজের প্রথম ম্যাচটি সবসময়ই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটিতে জয় পেলে সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে সুবিধা হবে। সবাই আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তিনি আরও বলেন,এখানকার কন্ডিশন আমাদের জন্য একেবারেই ভিন্ন। এখানকার আবহাওয়া খুব ঠাণ্ডা। ম্যাচের দিনও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।আমাদের দলে যারা আছে সবাই ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে।মাঠে আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব।