স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে স্পোর্টস ক্লাবের অনুষ্ঠান আয়োজিত

0
5

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে স্পোর্টস ক্লাবের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) ২০২৪ সকাল ১০টায় ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রিকেটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মনিরুজ্জামান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড.মো:ইউনুস মিয়া,রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন,পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আহমদ কামরুজ্জামান মজুমদার,স্পোর্টস ক্লাবের কনভেনর মো. গোলাম রাব্বানী।

টুর্নামেন্টিতে মোট ষোলোটি টিম অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবাইকে দিক নির্দেশনা দেন এবং আন্তরিকতার সাথে টুর্নামেন্টটি সফল করার আহ্বান জানান।