স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির দুই দিন ব্যাপি দেয়াল লিপির কাজ শুরু

0
3

অনলাইন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন শিক্ষার্থীদের উদ্যোগে আজ সকালে সিদ্ধেশ্বরী ক্যাম্পাস ১১টা দিকে দেয়াল লিপির কাজ শুরু হয়। দেয়াল লিপির কাজে ইউনিভার্সিটি বিভিন্ন ডিপার্টমেন্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যাতে কাজটি সহজে এবং সফলভাবে সম্পন্ন করা যায়। তবে, বৃষ্টির কারণে আজকের কাজটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি

বৈষম্যবিরোধী আন্দোলন সমন্বয় রাকিবুল ইসলাম শান্ত বলেন,ক্যাম্পাসে সৌন্দর্য রাখার জন্য দেয়াল লিপির দুই দিনের পরিকল্পনা নিয়েছি ও আগামীকাল কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকালের কর্মসূচি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে। তবে, তিনি আর ও বলেন, সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচিতে আরও বেশি করে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।