স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আদিবাসীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২ টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাহিত্য ফোরাম এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটি যৌথভাবে আদিবাসীদের নিয়ে 'আমা ভাচ্ আমা সরান' নামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
এই অনুষ্ঠানে আদিবাসীদের সাংস্কৃতিক গান, নাচ, নাটক এবং কবিতা আবৃত্তি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে এখানে অংশ গ্রহণ করে। এছাড়াও খাগড়াছড়ি থেকে আদিবাসীদের 'তংসা ডান্স গ্রুপ ' নামে একটি দল অংশগ্রহণ করেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, রেজিস্ট্রার মো. আবদুল মতিন, ফিল্ম মিডিয়া বিভাগের এর চেয়ারম্যান মতিন রহমান এবং সাহিত্য ফোরামের কনভেনর জাকিয়া নূর মতিন।
অনুষ্ঠানটিতে সাহিত্য ফোরামের কনভেনর জাকিয়া নূর মতিন শুভেচ্ছা বক্তব্যে বলেন দেশীয় সংস্কৃতি তুলে ধরতে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা। আমরা আমাদের সংস্কৃতি ধরে রাখবো এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবো।
এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য ফোরামের সভাপতিঃ আনিছুর রহমান আসিফ, সাধারণ সম্পাদকঃ জহিরুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল মূঈদ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাহিত্য ফোরামের সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল মূঈদ বলেন, আমরা সবসময় বিদেশি সাহিত্য নিয়ে আলোচনা করলেও দেশিও সাহিত্য নিয়ে কম জানি। আমাদের দেশিও সাহিত্যে যে এতো বৈচিত্র্য তা জানার জন্য আসলে আজকের এই 'আমা ভাচ্ আমা সরান' নামে অনুষ্ঠানটি আয়োজন করা।
এই অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন
সম্পাদক : আব্দুল্লাহ আল মুজাহিদ, বার্তা সম্পাদক: খালিদ আহমেদ রাজা, ঢাকা অফিস: ৩৩/৩ সিদ্ধেশ্বরী লেন, খন্দকার গলি, রমনা, ঢাকা-১২১৭। শাখা অফিস: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নতুন বাজার, সদর, কুড়িগ্রাম। ফোন: 02587726061, 01719307844, 01517837935, ইমেইল: info@somoyerpata.com
Copyright © 2025 Somoyerpata. All rights reserved.