
এরশাদ আবির চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলায় অবস্থিত ফটিকছড়ি উপজেলা সদর। ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন নানুপুর। মোট ১৯.৩৩ বর্গকিমি (৭.৪৬ বর্গমাইল) এলাকায় প্রায় ২৮ হাজার মানুষের বসবাস। মফস্বলি এই এলাকার গুরুত্বপূর্ণ অনেক রাস্তাতে নেই কোন স্ট্রীট লাইট। এতদিন পর্যাপ্ত স্ট্রীট লাইটের অভাবে এলাকাবাসীর চলাচলে অসুবিধা হচ্ছিলো। জনমানুষের কথা বিবেচনায় রেখে আলোকিত করার প্রত্যয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ৫৭টি অটো স্ট্রীট লাইট ও সোলার প্যানেল স্থাপন করেছেন মধ্যম নানুপুরের সংগঠন “সময় সমাজ কল্যান” এর সভাপতি আতিক হায়দার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নানুপুরের প্রবেশমুুখ সংলগ্ন পুল, হযরত মওলানা জমির উদ্দিন বাড়ির প্রবেশমুখ , মান্নানীয়া-বড়ুয়া পাড়া সড়কের প্রবেশমুখসহ বিভিন্ন মসজিদ এবং সংগঠনের রাস্তার মাথায় সৌর বিদ্যুতের অটো স্ট্রীট লাইট স্থাপন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে উপকারভোগী এলাকাবাসীরা জানান, সৌর বিদ্যুতের অটো স্ট্রীট লাইট স্থাপন করা পয়েন্টগুলো সব সময় অন্ধকারাচ্ছন্ন থাকত। লাইট স্থাপন করার কারণে সবসময় আলোর ব্যবস্থা থাকায় মানুষজন নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে। সময় সমাজ কল্যানের সদস্য এবং সামাজিক ও মানবিক কাজের সমন্বয়ক তানিম উল হাসানের কাছে ভবিষ্যতের পরিকল্পনা জিজ্ঞেস করলে তিনি জানান, “মানুষের অসুবিধার কথা বিবেচনা করে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি, পরবর্তীতে শুধু সোলার লাইট নিয়েই নয় বরং মানুষের যেকোন প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতার হাত বাড়াতে সদা বদ্ধপরিকর”।