

এরশাদ আবির, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
গতকাল ৯ই ফেব্রুয়ারী ২০২২। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ এনে প্রতিবাদ সম্মেলন করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর পরিবার। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শীর চত্বরে এ সম্মেলন করা হয়। প্রতিবাদকারীরা তাদের বক্তব্যে বলেন, “একজন সৎ ও সফল রাজনীতিবিদ হিসেবে দেশে-বিদেশে পরিচিত ডা. দীপু মনিকে কী উদ্দেশ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে সুনাম ও সম্মান নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে তা উদঘাটিত হওয়া প্রয়োজন”। বিশ্ববিদ্যালয়ের চাঁদপুরের শিক্ষার্থী মো: শুভ ইসলাম এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বলেন, “মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমি অধিগ্রহণ বিষয়ে যারা মিথ্যাচার এবং অপপ্রচার চালাচ্ছে তাদের এই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের “চাঁদপুর পরিবারের” পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দীপু আপা বর্তমান শিক্ষা মন্ত্রী যিনি আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নতি সাধন করেছেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বিরুদ্ধে এ মিথ্যাচার মেনে নেয়া যায় না। এ মিথ্যাচারের বিরুদ্ধে আমার নজরুল বিশ্ববিদ্যালয় থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি”।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দিয়াব হাসান ইমন বলেন,“সম্প্রতি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তীহীন অভিযোগ উঠেছে তার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর চাঁদপুর পরিবার এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। আমি ওই কুচক্রী মহলদের বলবো, প্রতিযোগিতামূলক রাজনীতি করুন প্রতিহিংসামূলক নয়। যা দেশ ও জাতির জন্য হতাশাজনক। যেখানে দিপু আপার হাত ধরে চাঁদপুর তথা দেশের উন্নয়নে হচ্ছে সেখানা আপনার তাকে সহোযোগিতা না করে মিথ্যাচার করছেন। আমি ওই কুচক্রী মহল কে বলবো আপনারা এই মিথ্যাচার পরিহার করুন নইলে আমার তীব্র থেকে তীব্রতর আন্দোলনে এ যেতে বাধ্য হবো”। শিক্ষার্থী মো: তাসমিম আহমেদ বলেন, “চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ নিয়ে কিছু কুচক্রী মহল এবং শিক্ষাবিরোধী কিছু লোক আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রী ডক্টর দীপু মনি আপু কে নিয়ে কিছু প্রোপাগান্ডা এবং রিউমার ছড়ায়। আমাদের দীপু মনি আপু যথেষ্ট সৎ, সাপোটিভ এবং জনদরদি নেত্রী। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি সাধন করেছে এবং চাঁদপুর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাকে নিয়ে এরকম গুজব অথবা কটুক্তি যারা করেছেন তাদেরকে নিয়ে আমি এবং আমার জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সদস্য হিসাবে তীব্র নিন্দা জানাচ্ছি।
” উল্লেখ্য যে, গত জানুয়ারীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পরিবার ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে সাড়ে তিনশো কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছিলো। খোদ চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এ অভিযোগ করেছিলেন। ভূমি মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ অভিযোগ করে বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে শিক্ষামন্ত্রী দীপু মনির পরিবারের লোকজনের কারণে সরকারের ৩ শ’ ৫৯ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৭৮২ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।