

এরশাদ আবির, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সিলেট ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন সভাপতি এবং চারুকলা বিভাগের তন্দ্রা দাশ সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। ২৮ জুলাই বৃহস্পতিবার সংগঠনটির সাধারণ সভা শেষে বিদায়ী কমিটির সভাপতি নির্ঝর দেবনাথ ও সাধারণ সম্পাদক নিপু মিয়া স্বাক্ষরিত নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ। ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়ান উদ্দীন সামরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশাদুজ্জামান নূর, সাংগঠনিক সম্পাদক মাযহারুল ইসলাম, অর্থ সম্পাদক মোবাস্বির নূর সিয়াম, দপ্তর সম্পাদক পুষ্পিতা তালুকদার ভাষা এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন তানজিব সারোয়ার। সিলেট ডিভিশনাল স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের সদস্য মোস্তফা নুরুজ্জালাল হিরা বলেন, “আমরা যারা সিলেট বিভাগের বিশ্ববিদ্যালয়ে আছি সবাই মিলে একটা পরিবার। আমরা একসাথে মিলে মিশে বিশ্ববিদ্যালয় জীবন পার করব, পরিবারে যেমন একজন এর বিপদে আরেকজন থাকে ঠিক তেমনি আমরাও সবাই সবার পাশে থাকব”। উল্লেখ্য যে, এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।